তনুপ ঘোষ: চন্দ্রকোণা-১ ব্লকে আন্ত্রিকে আক্রান্ত বহু। এক জনের মৃত্যুও হয়েছে বলে দাবি করা হয়েছে।
ঘটনাটি ঘটছে ওই ব্লকের হীরাধরপুরে। স্থানীয়রা বলেন, এলাকায় পানীয় জলের প্রচণ্ড সমস্যা। তাই অনেকেই পুকুরের জল পান করতে বাধ্য হয়েছেন। সেজন্য ৩ নভেম্বর থেকে একের পর এক ব্যক্তি আন্ত্রিকে আক্রান্ত হয়ে পড়ছেন। তাঁদেরকে ক্ষীরপাই ও ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্ত্রিকে আক্রান্ত পরিবারের সদস্যরা বলেন, অনেকেই আক্রান্ত হচ্ছেন আন্ত্রিকে। একজন মারাও গিয়েছেন। আন্ত্রিকে আক্রান্তের কথা স্বীকার করেছেন ওই ব্লকের বিডিও অভিষেক মিশ্র। তিনি বলেন, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।