•আজ ৩ নভেম্বর ঘাটাল শহরের ৩ নম্বর ওয়ার্ড লাগোয়া শীতলপুরের গণেশ মন্দিরের কাছ থেকে এই
বিশালাকার চন্দ্রবোড়া সাপটি উদ্ধার হয়। এক ব্যক্তি মাঠে মাছ ধরার জন্য ঘুনি রেখেছিল। সেই ঘুনিতে সাপটি ঢুকে পড়ে। বন দপ্তররে ওয়াইল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য সুভাষ অধিকারী বলেন, আজ সকালে গিয়ে সাপটি উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










