- মনসারাম কর: আজ ২ নভেম্বর বেলা সাড়ে ১১ টা নাগাদ ঘাটালের কিসমত দীর্ঘগ্রাম এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। গুরুতর জখম অবস্থায় আরও একজনকে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। মৃত বাইক আরোহীর নাম জগন্নাথ মন্ডল (৪৬)। বাড়ি মনসুকার বরকতিপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিসমত দীর্ঘগ্রাম রাস্তার ধারে বরাবরই ইট বালি স্টোন চিপস এর মত ইমারতি দ্রব্য মজুদ থাকে। তাতে কোনরূপ হেলদোল নেই প্রশাসনের। আজ মৃত বাইক চালক একটি লরিকে পাশ কাটাতে গিয়ে রাস্তার ধারে থাকা বালির স্তুপে পিছলে যান এবং লরির চাকায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান। রাস্তার ধারে ইমারতি দ্রব্য রাখাকে নিয়ে এলাকায় রীতিমতো জনরোষ তৈরি হয়েছে। ছবি – কুমারেশ চানক