এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরের বেলিয়াঘাটায় পথ দুর্ঘটনায় দুটি বাইককে গুঁড়িয়ে দিল পিক আপ ভ্যান

Published on: October 18, 2019 । 7:40 PM

সন্তু বেরা (বেলিয়াঘাটা): ঘাটাল-পাঁশকুড়া সড়কের ওপরের ট্রাফিক পুলিশের রেলিং কে আগে পেরাবে? এই ইস্যুকেই কেন্দ্র করে আজ সন্ধ্যায় দাসপুর থানার বেলিয়াঘাটাতে একটি পথ দুর্ঘটনা ঘটল। ঘাটালের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে অনেক দূরে রাখা দুটি বাইককে ধাক্কা মারলে বাইক দুটি ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দাসপুরের দিক থেকে একটি তেলের ট্যাঙ্কার ঘাটালের দিকে যাচ্ছিল। একই সময় ঘাটালের দিক থেকে আসা ওই পিকআপ ভ্যানটি দাসপুরের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশের রেলিংটির ফাঁকে লরিটি ঢুকে যাওয়ায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তা থেকে অনেক দূরে রাখা বাইক দুটিতে ধাক্কা দেয়। সেই সময় বাইকে কেউই ছিলেন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now