এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর

Published on: October 12, 2019 । 9:03 AM

আজ শনিবারের সাত সকালেই চন্দ্রকোণার রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর। আজ সকাল প্রায় ৮টা নাগাদ ক্ষীরপাই চন্দ্রকোণা সড়কের চন্দ্রকোণার জয়ন্তীপুরে উলটো দিক থেকে আসা এক মালবাহী লরির ধাক্কায় রাস্তার মধ্যেই এক বাইক আরোহীর মৃত্যু হয় বলে জানাগেছে।

মৃত ওই বাইক আরোহীর নাম রাধিকাপ্রসাদ ডগরা(৩০),ওই এলাকাতেই বাড়ি। স্থানীয় সূত্রে জানাগেছে চন্দ্রকোণা থেকে ঘাটালের দিকে আসার সময় চন্দ্রকোণাগামী এক মালবাহী লরির ধাক্কায় রাধিকাবাবুর শরীর প্রায় থেঁতলে যায়। পরে চন্দ্রকোণা পুলিস মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ক্ষীরপাই চন্দ্রকোণা সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যহত হয়। পরে তা স্বাভাবিক হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now