অসীম বেরা, চন্দ্রকোণা: আজ ২৯ সেপ্টেম্বর সকালে ঘাটাল-চন্দ্রকোণা সড়কের ক্ষীরপাই মনসাতলার সামনে একটি যাত্রীবাহী দুর্ঘটনার কবলে পড়ল।ঘাটাল গামী চন্দ্রকোণারোড- হলদিয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এভাবে উল্টে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন জখম হয়েছেন। চার জনের অবস্থা আশঙ্কা জনক। তাঁদের ক্ষীরপাই হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধারের কাজে নামেন।
চন্দ্রকোণায় বাস দুর্ঘটনা, জখম ১২










