শ্রীকান্ত ভুঁইঞা এবং হিরণ্ময় পোড়িয়া: দাসপুরের গৌরা বাসস্টপে বিজেপির পথ অবরোধ। কেন্দ্রী মন্ত্রী তথা
বিজেপির এমপি বাবুল সুপ্রিয়কে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শারীরিক হেনস্থার প্রতিবাদে আজ ২০শে সেপ্টেম্বর বিজেপি মিছিল করে পথ অবরোধ করে। বিজেপির সমর্থকেরা প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ করে রাখে। বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত বলেন, এদিনের অবরোধে নেতৃত্ব দেন দাসপুর-১ দক্ষিণ মণ্ডলের সভাপতি সুজিত পাল, দাসপুর-২ দক্ষিণ মণ্ডলের সভাপতি কমল মাইতি, মণ্ডল সভাপতি তন্ময় সিং প্রমুখ। দিনের ব্যস্ত সময়ে ওই অবরোধে আটকে পড়েন বহু মানুষ। প্রায় ১ঘন্টা পর ওই অবরোধ তুলে নিলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।








