আজ ঘাটালের ভাসাপুলের জন্ম দিন

তৃপ্তি পাল কর্মকার: আজ২২ সেপ্টেম্বর। ঘাটালের ঐতিহ্য ভাসাপুলের জন্মদিন। দিন আসি যাই করে করে বহু

মানুষের পায়ের ধূলোয় দলিত হয় ভাসাপুল। ঘাটালবাসীর কাছে ভাসাপুল গা-সওয়া হলেও রাজ‍্যবাসীর কাছে বড়োই বিস্ময়ের। তাইতো রাজ‍্যের পর্যটন মানচিত্রে নাম উঠেছে ভাসাপুলের। বহু মানুষ শুধুমাত্র ভাসাপুল দেখতে ঘাটালে ছুটে আসেন। পর্যটকদের কাছে ভাসাপুল দেখার মতো আকর্ষণীয়। শীলাবতী নদী ঘাটালের বুক চিরে বয়ে গেছে। সেই সঙ্গে মূল শহরকে দুই ভাগে ভাগ করেছে। দুই ভাগের নীরিহ সংযোগ সেতুই ভাসাপুল। ভাসমান নৌকার ওপর কাঠের পাটাতন সাজিয়ে তৈরি হয়েছে ভাসাপুল। অবশ্য ভাসাপুলের সুন্দর একটা নামও রয়েছে। পুনটুন ব্রিজ। ভাসাপুলের ইতিহাস, ঐতিহ্য, আবেগে জড়িয়ে রয়েছে নানান ঘটনার সমাহার।
আসুন সে সব বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে…

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!