টানা চার ঘণ্টা যান চলাচল বন্ধ রইল সুলতানপুর-মাংরুল রাস্তায়

মনসারাম কর: পিচ রাস্তা নাকি খানা খন্দে ভরা মরণ কুঁয়া এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সুলতানপুর মাংরুল

রাস্তার নিত্যযাত্রীদের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা না সারানোর ফলে পিচ রাস্তার উপর বড় বড় খাল বিল তৈরি হয়েছে। কিন্তু তাতে কোনও হেলদোল নেই প্রশাসনের। দৈনন্দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বাসে করে যাওয়ার সময়েও নাগরদোলার মত দুলতে দুলতে যেতে হয় এই রাস্তার উপর দিয়ে। এই খারাপ রাস্তার জেরেই ১২ সেপ্টেম্বর দুপুরে একটি মালবাহী লরি রাস্তার একটি বড় গর্তে আটকে যায়। আরামবাগ থেকে ক্রেন নিয়ে এসে লরিটিকে উদ্ধার করতে সময় লাগে প্রায় চার ঘন্টা। তাই টানা চার ঘণ্টা ধরে যানচলাচল স্তব্ধ হয়ে যায়, আটকে যাওয়া বাসযাত্রীদের বাধ্য হয়েই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে হয়। বিক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে, ক্ষোভ উগরে পরে প্রশাসনের উপর।
এখানকার বাসিন্দা পূর্ণেন্দু চক্রবর্তী বলেন, বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি, প্রশাসনের উচিত দ্রুত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা। চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহাদেব বাগ রাস্তার অচল অবস্থার কথা স্বীকার করে নিয়ে বলেন, আমরা পূর্ত দপ্তরে রাস্তাটি সারানোর আবেদন জানাব। তবে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আমাদের কাছে লিখিত এখনও কিছুই আসেনি। এলাকাবাসীর অনেকেই বলেন, কয়েক বছর আগে বহু টাকা ব্যয় করে এই রাস্তাটি পূর্ত দপ্তর নির্মাণ করেছিল, কিন্তু নিম্নমানের রাস্তাটি নির্মাণের কিছুদিনের মধ্যেই বেহাল হয়ে পড়ে। তারপর থেকে আর নজর দেয়নি প্রশাসন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।