নিজস্ব সংবাদদাতা: রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় চার-চারটি পদক পেয়ে নজির করল ঘাটালের অনন্যা
রায়। এর ফলে সে রাজ্যে অল রাউন্ডার হিসেবে তৃতীয়স্থান দখল করেছে। চারটি পদকের মধ্য তিনটিতে দ্বিতীয় স্থান দখল করে রূপার পদক এবং একটিতে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্চের পদক পেয়েছে সে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ৬৫তম রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অনন্যা ওই সাফল্য অর্জন করেছে। অনন্যার বাড়ি ঘাটাল মহকুমার খডার-সিংহপুরে। বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে রয়েছে।