বীরসিংহ গ্রন্থাগার জেলার সেরা গ্রন্থাগারের তকমা পেল

মনসারাম কর: জেলার মধ্যে সেরার স্বীকৃতি পেল ঘাটালের বীরসিংহ বিদ্যাসাগর মেমোরিয়াল হল গ্রামীণ লাইব্রেরি। আগামীকাল ৩১ আগস্ট গ্রন্থাগার দিবসে কলকাতার নজরুল মঞ্চ থেকে সেই সেরার পুরস্কার দেওয়ার

 

জন্য ঘাটালের এই গ্রন্থাগারটিকে চিঠি দিয়ে আমন্ত্রণ করেছে বিকাশভবন। পশ্চিম মেদিনীপুর জেলার ১০১টি গ্রামীণ গ্রন্থাগারের মধ্যে গ্রন্থাগার পরিষেবার বিভিন্ন দিক বিবেচনা করেই ঘাটালের বীরসিংহ বিদ্যাসাগর মেমোরিয়াল হলকে সেরা গ্রামীণ গ্রন্থাগার হিসেবে বেছে নেওয়ায় ঘাটালের মুকুটে যুক্ত হল আরও একটি গর্বের পালক। এই গ্রন্থাগারের দ্বায়িত্বে থাকা অরুণকুমার ঘোষ বলেন, এই গ্রন্থাগারে বর্তমানে ৮৮৬ জন শিশু পাঠক সহ মোট সদস্য সংখ্যা ১৮০০ জন। বিদ্যাসাগরের গবেষণামূলক পুস্তক সহ মোট চোদ্দ হাজার পাঠ্যপুস্তক রয়েছে এখানে। স্কুল-কলেজের ছাত্র ছাত্রী ও এলাকার পুস্তক প্রেমীরা দৈনিক এখানে আসেন। টেবিল, চেয়ার নিয়ে বই পড়ার সুব্যবস্থা রয়েছে এই গ্রন্থাগারটিতে। দুটি দৈনিক পত্রিকা সহ মোট ১৬টি পত্রিকা এখানে আসে।  তিনি আরও বলেন, রাজ্য সরকারের ‘বই ধরো বই পড়ো‘-র অধীনে এখন নতুন সদস্যদের কোনও এন্ট্রি ফি বা মাসিক চাঁদা দিতে হচ্ছে না।

প্রসঙ্গত, আগামীকাল রাজ্য ও জেলার পাশাপাশি এখানেও ঘটা করে গ্রন্থাগার দিবস পালন করা হবে। উপস্থিত থাকবেন বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত সমিতির একাধিক আধিকারিকগণ। সেরা গ্রামীণ গ্রন্থাগারের তকমা পাওয়ায় খুবই খুশি গ্রন্থাগারে সম্পাদক হরগোবিন্দ দোলই। এজন্য তিনি জেলাস্তরের বিভিন্ন আধিকারিক, গ্রন্থাগারের সকল সদস্য এবং গ্রন্থাগারের উন্নয়নে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের সকলকে সাধুবাদ জানান।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!