এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল তিনের পল্লীর এবারের দুর্গোৎসবের ভাবনা প্রকাশ পেয়েছে তাদের খুঁটি পুজোয়

Published on: August 24, 2019 । 6:59 AM

শুক্রবার জন্মাষ্টমীর শুভ লগ্নে শোভাযাত্রা সহকারে ঘাটাল তিনের পল্লীর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। ঘাটাল তিনের পল্লীর এবারের দুর্গোৎসব ২৮ তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর ঘাটালের এই পুজোর ভাবনায় থাকে সমাজ সচেতনতা।

পুজোর অন্যতম সদস্য কাশীনাথ দত্ত জানান এবারে তাঁদের পুজোর ভাবনায় থাকছে জল সংরক্ষণ। আর সারা মণ্ডল জুড়ে থাকবে তার ছায়া। আর তাঁদের এবারের ট্যাগ লাইন,আনন্দময়ীর আগমনে
জল বাঁচানোর শপথ মনে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭