এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ব্যবসায়ী, দাসপুরে জখম ২

Published on: August 9, 2019 । 2:39 PM

নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক পথ দুর্ঘটনায়   মৃত্যু হল ঘাটাল শহরের এক ব্যবসায়ীর। আজ ৯ আগস্ট শুক্রবার দুপুরে ঘাটাল শহরের ময়রাপুকুর মোড়ে তাঁকে একটি মালবাহী লরি পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত ব্যবসায়ীর নাম  সৌমিত্র পাল।  ডাক নাম শ্রীমন্ত। ৪৮ বছর বয়স। ঘাটাল শহরের ১১ নম্বর ওয়ার্ডে বাড়ি।

সৌমিত্রবাবুদের ময়রাপুকুর মোড়ে একটি গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। সেই দোকান থেকে তিনি রাস্তার উল্টো দিকে প্রস্রাব করতে গিয়েছিলেন। তখনই তাঁকে একটি ক্ষীরপাই গামী লরি পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, লরিটিকে বরদার চৌকানে গিয়ে আটক করা হয়েছে। গাড়ির চালক ও খালাসি পলাতক। ওই ঘটনার পর সারা ঘাটাল শহরে শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে আজই সকালে দাসপুরের বেলিয়াঘাটাতে পথ দুর্ঘটনায় দুই যুবক গুরুতর জখম হয়েছেন।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে বৈদ্যপুরগ্রামের  দুই যুবক বেলিয়াঘাটা হয়ে দাসপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় ঘাটালের অভিমুখে যাওয়া এক মালবাহী লরি বাইকটিকে ধাক্কা মারলে যুবক দুটি বাইক থেকে ছিটকে পড়েন। গুরুতর ভাবে জখম হন। তাঁদেরকে সঙ্গে সঙ্গে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad