জনসংযোগের উদ্দেশ্যে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই পৌঁছে যাচ্ছেন তাঁর বিধান সভা এলাকার একেবারে বাড়ির হেঁশেলে। আজ শুক্রবার সকাল থেকেই শঙ্করবাবুকে দেখা গেল দাসপুর ১নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায়। একশোদিনের কাজের মাঝে কখনও বা জমিতে কর্মরত অবস্থায় কৃষকের জমিতে কাজ থামিয়ে মাটির সাথে যাদের আত্মিক সম্পর্ক এইসব খেটে খাওয়া মানুষদের সাথে কথা বললেন,জানতে চাইলেন তাদের সমস্যার কথা,নোট করে রাখলেন সমস্যা,নাম ধাম। কথা দিলেন সমস্যার সমাধানে তিনি সচেষ্ট হবেন।
কথার মাঝেই বাসিন্দাদের হাতে ধরিয়ে দিলেন দিদিকে বলো,রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরা সরি তাদের অভিযোগ ফোনে জানাবার ফোন নাম্বার। রাজনগর সামন্ত পাড়ার বাসিন্দা বঙ্কিম সামন্ত বলেন,শঙ্কর বাবু আজ নিজে থেকে আমার বাড়ি এসে আমাদের পরিবার পাড়ার সমস্যা বিষয়ে জানতে চাইলেন। আমরা আমাদের বিধায়ককে আমাদের সমস্যা কিছু বললাম,সাথে রাজ্য সরকারের ভালো যেসব কাজে আমি উপকৃত হয়েছি তার জন্য শঙ্করবাবুকে অনেক ধন্যাবাদ জানালাম।
Home এই মুহূর্তে ব্রেকিং জনসংযোগে এসে ঘাটালের বিধায়ককে নিজের কর্মীদের থেকে শুনতে হল অপ্রিয় কিছু কথাও