দাসপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রীর রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ রাখল গ্রামবাসীর

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রীর রাস্তা তৈরি চলবে না। দাসপুরে রাস্তা তৈরি বন্ধ হল গ্রামবাসীদের অভিযোগে। ঘটনা দাসপুর-১ ব্লকের নন্দনপুর-১ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ দিনের দাবি মেনে পথশ্রী প্রকল্পের আওতায় মহেশপুর আইসিডিএস কেন্দ্র থেকে মহেশপুর গোস্বামী পাড়া পর্যন্ত ৪০০ মিটারের রাস্তা অনুমোদন হয়। সেই রাস্তার কাজ প্রথম দিন শুরু হতেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লো ঠিকাদার।এলাকাবাসীর অভিযোগ ইঞ্জিনিয়ারের দেওয়া সঠিক ফর্মুলা বা এস্টিমেট কপি অনুযায়ী রাস্তার কাজ করছে না ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ, অতি নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করতে চাইছে ঠিকাদার। তবে সঠিক সামগ্রী দিয়ে কাজ না করলে কাজ করতে দিবে না ঠিকাদারকে এমনই জানান এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে আজ ১৮ জুন মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান দাসপুর-১ ব্লকের ইঞ্জিনিয়ার শুভেন্দু প্রামানিক। ইঞ্জিনিয়ারকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ওই রাস্তার কাজের ঠিকাদারও ঘটনাস্থলে পৌঁছয়। চরম বচসা শুরু হয়। তবে ব্লক প্রশাসনের নির্দেশে আপাতত বন্ধ ওই পথশ্রীর রাস্তা তৈরির কাজ। বরাত পাওয়া ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ মানের নির্মান সামগ্রী এনে সাত দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করতে হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!