মনসারাম কর: দুটি ডোজে ভাগ করে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করছে স্বাস্থ্য দপ্তর। প্রথম ডোজের ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা বলেছিল স্বাস্থ্য বিভাগ, অর্থাৎ দ্বিতীয় ডোজটি নিতে হবে প্রথম ডোজের ২৮ থেকে ৪২ দিনের মধ্যে। কোভিসিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে সেই নিয়মেরই কিছুটা বদল নিয়ে এল স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি এক নির্দেশিকাতে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে কোভিসিল্ড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান থাকবে কমপক্ষে ৪২ দিন। সেখানে বলা হয়েছে দ্বিতীয় ডোজটি নিতে হবে প্রথম ডোজের ৪২ থেকে ৫৬ দিনের মধ্যে। প্রসঙ্গত ঘাটাল মহকুমাতে এতদিন পর্যন্ত কোভিসিল্ড ভ্যাকসিন সব থেকে বেশি দেওয়া হয়েছে।