এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ১০০ দিনের কাজ করার সময় শ্রমিকের মৃত্যু

Published on: June 14, 2022 । 9:45 AM

 সৌমেন মিশ্র: দাসপুর থানার ডিহিপলসায় ১০০ দিনের কাজ করার সময় অসুস্থ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ওই শ্রমিকের নাম দুলাল সামন্ত(৭০)। বাড়ি ডিহিপলসাতেই। স্থানীয় বাসিন্দা পলাশ সামন্ত বলেন, আজ ১৪ জুন ২০২২ অন্যান্য ৪০-৫০ জন শ্রমিকের সঙ্গে মাটি কাটার কাজ করতে গিয়েছিলেন ওই বৃদ্ধ। কিছুক্ষণ কাজ করার পরই তিনি অসুস্থতা বোধ করেন। তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭