কেশব মেট্যা:সৃজন পত্রিকার উদ্যোগে সুলতাননগর সমবায় সমিতির সভাগৃহে ৭ জুলাই শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হল ‘ কবি সভা’ । জন্মশতবর্ষের প্রাক মুহুর্তে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক সুকান্ত সিংহ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. বাণীরঞ্জন দে।
অনুষ্ঠানে প্রকাশিত হয় সৃজন পত্রিকার বিশেষ কবিতা সংখ্যা। জেলার প্রায় ৭০ জন কবি সাহিত্যিক আবৃত্তিশিল্পী সঙ্গীতশিল্পী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক উমাশংকর নিয়োগী। সৃজন পত্রিকা ঘাটাল থেকে ২৬ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে। এই পত্রিকার সম্পাদক লক্ষ্মণ কর্মকার।