দাসপুরের সুলতাননগর-গোপীগঞ্জ বেহাল সড়ক মেরামতের দাবিতে পথ করল সি.পি.এম৷ আজ ২৫ জুলাই সকাল ৯টা থেকে দাসপুর-২ ব্লকের চাঁইপাটে বাজারে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল বাম কর্মী সমর্থকেরা৷ অভিযোগ দীর্ঘদিন ধরে ওই রাস্তা মেরামতে কোন রকম উদ্যোগ নেয়নি প্রশাসন৷ সিপিএম নেতা রঞ্জিত পাল, স্বপন সাঁতরা প্রমুখ জানান, বেশ কয়েক মাস ধরেই ওই রাস্তার হাল বেহাল হয়ে পড়ে রয়েছে৷ বেহাল অবস্থার কথা লিখিত ভাবে প্রশাসনকে জানানো হলে বার বার প্রশাসনের তরফে কেবল মেরামতের আশ্বাস দেওয়া হয়ে থাকে! আমরা সাধারণ কিন্তু বাস্তবে ওই রাস্তা মেরামতে কোন রকম উদ্যোগ চোখে পড়েনি৷ তাই সাধারণ মানুষের সমস্যার পাশে থেকে আমাদের কর্মীরা আন্দোলনে সামিল হয়েছেন৷ এদিকে ওই অবরোধের ফলে দীর্ঘ যানজট তৈরি হয়েছে৷ সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের৷ সমস্যার মধ্যেও এই আন্দলনকে স্বাগত জানাচ্ছেন নিত্য যাত্রী ও স্থানীয় বাসীন্দাদের একঅংশ৷