সুলতাননগর-গোপীগঞ্জ সড়ক মেরামতের দাবিতে, সোনাখালীতে পথ অবরোধে সামিল পড়ুয়ারা

দাসপুরের সুলতাননগর-গোপীগঞ্জ বেহাল সড়ক মেরামতের দাবিতে পথ অবরোধে সামিল হল স্কুল পড়ুয়ারা৷ আজ ২০ জুলাই বেলা ১১ নাগাদ দাসপুর-২ ব্লকের সোনাখালী বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা৷ আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রতিদিন স্কুল আসতে ওই রাস্তার উপর নির্ভর করতে হয় তাদের৷ কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পায়ে হেঁটে স্কুলে আসতেও সমস্যায় পড়তে হয়৷ চলতি সপ্তাহে স্কুলে আসার পথে দুর্ঘটনাও ঘটেছে৷ রাস্তার বেহাল অবস্থার কথা জেনেও প্রশাসন কোন রকম ব্যবস্থা নেয়নি৷ ছাত্রছাত্রীদের ওই অান্দলনকে সমর্থন জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসীন্দারা৷ অভিভাবক শঙ্কর চক্রবর্তী, সুমন্ত চক্রবর্তী প্রমুখ বলেন, বেশ কয়েক মাস ধরেই ওই রাস্তার হাল বেহাল হয়ে পড়ে রয়েছে৷ বেহাল অবস্থার কথা লিখিত ভাবে প্রশাসনকে জানানো হলে বার বার প্রশাসনের তরফে কেবল মেরামতের আশ্বাস দেওয়া হয়ে থাকে! কিন্তু বাস্তবে ওই রাস্তা মেরামতে কোন রকম উদ্যোগ চোখে পড়েনি৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।