এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাতসকালেই ঘাটালে একাধিক বাম নেতৃত্ব গ্রেপ্তার,বামেদের ডাকা ধর্মঘট ঘিরে উত্তেজনা জেলায় জেলায়

Published on: January 8, 2019 । 3:39 AM

সাতসকালেই ঘাটাল-পাঁশকুড়া সড়কের ঘাটাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে সিপিএমের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব মিলে মোট ১১ জনকে ঘাটাল পুলিস গ্রেপ্তার করল। শ্রমিকের মজুরি,পেট্রপন্যের মূল্য বৃদ্ধির মত একাধিক ইস্যুতে মোদী সরকারের বিরোধিতা করে সিপিএম আজ ও আগামীকাল দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। এর জেরে রাজ্যের জেলায় জেলায় আজ সকাল থেকেই সিপিএমের কর্মী সমর্থকদের পথে নামতে দেখা গেল।

ঘাটাল শহরেও সিপিএমের নেতৃত্বরা তাদের সমর্থকদের নিয়ে মিছিল করে ঘাটালের বাজারে দোকানদারদের ধর্মঘটে সামিল হতে বলে। পরে তারা ঘাটাল পাঁশকুড়া সড়কের ঘাটাল বাস স্ট্যান্ডের সামনে রাস্তায় পতাকা লাগিয়ে পথ অবরোধ শুরু করলে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘাটাল থানার পুলিস বিশাল পুলিস বাহিনী এনে সে অবরোধ উঠিয়ে দেয়। এই ঘটনার জেরে সিপিএমের নেতৃত্বদের গ্রেপ্তার করে ঘাটাল পুলিস। জানাগেছে সিপিএমের মোট ১১ জন নেতৃত্বকে গ্রেপ্তার করেছে পুলিস। গ্রেপ্তার হওয়া নেতৃত্বদের মধ্যে রয়েছেন অশোক সাঁতরা,উত্তম মন্ডলের মত জেলার নেতৃত্বরাও।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now