সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দিয়ে প্রাইভেট টিউশন বন্ধ করতে পথে নামলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটরস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘাটাল-দাসপুর-খরার ইউনিট। অবৈধ টিউশন বন্ধ করার জন্য সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি দরকার। সেই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই ২১ ডিসেম্বর ঘাটাল শহরের ১৭টি ওয়ার্ড জুড়ে ওই সংগঠনের পক্ষ থেকে টোটো প্রচার কর্মসূচি নেওয়া হয়েছিল। ওই সংগঠনের কর্মকর্তার জানান, অভিভাবকরা সচেতন থাকলে তবেই স্কুল শিক্ষক-শিক্ষিকাদের অবৈধ টিউশন পড়ানো বন্ধ হবে। সেই সচেতনতা ও বেআইনি ভাবে টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের টিউশন বন্ধের আহ্বান জানানোর জন্যই আমাদের এই প্রচারাভিযান। এদিন ওই সংগঠনের পক্ষ থেকে প্রচুর লিবলেটও বিলি করা হয়েছে।