রবীন্দ্র কর্মকার: ঘাটালের নিমতলা ফায়ার ব্রিগেডের কর্মীদের তৎপরতায় একটি পূর্ণবয়স্ক লক্ষ্মীপেঁচা উদ্ধার করে সুলতাননগর বিট অফিসের কর্মীর হাতে তুলে দেওয়া হল। গতকাল ১৬ জুন সন্ধ্যেবেলায় নিমতলা ফায়ার ব্রিগেডের পাঁচিলে একটি পূর্ণবয়স্ক লক্ষ্মী পেঁচাকে বসে থাকতে দেখা যায়। পেঁচাটি উড়তে পারছিল না, লক্ষী পেঁচাটির একটি ডানা সামান্য জখম ছিল। ফায়ার ব্রিগেডের কর্মীরা পেঁচাটিকে উদ্ধার করে আজ ১৭ জুন বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দিলেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









