রূপনারায়ণপুর আদিবাসী খেরওয়াল গাঁওতা আয়োজিত বীরসা মুন্ডা স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮
দাসপুর রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রুপনারায়ণপুর ময়দানে আজ ভীষণ উৎসাহে বীরসা মুন্ডা স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল।
রূপনারায়ণপুর আদিবাসী খেরওয়াল গাঁওতা আয়োজিত এদিনের টুর্নামেন্টে দুবরাজপুর,দাসপুর,কেশপুর,রোড চন্দ্রকোণা থেকে মোট চারটি দল অংশগ্রহণ করে।
কেশপুর ও দুবরাজপুরের দল চূড়ান্ত পর্যায়ে খেলে ট্রাইবেকারে শেষ হাসি হাসে
দুবরাজপুর মারাং গুরু ক্লাব।