বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ দাসপুরের সাগরপুরে। শুক্রবার সকাল থেকেই এলাকাবাসী রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে পথ বন্ধ করে সাগরপুরে যাবার ওই মূল রাস্তা সারাইয়ের দাবি জানান।
অবরোধকারীদের দাবি অবিলম্বে রাস্তা সারাইয়ের পাশাপাশি এলাকার তৃণমূল নেতা নেতৃরা বিভিন্নভাবে তাদের কাছ থেকে কাটমানি সংগ্রহ করেছেন তাও তাদেরকে ফেরত দিতে হবে। এই অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলে স্থানীয় বিজেপি নেতা সন্দীপ হাইত। পরে দাসপুর পুলিস গিয়ে অবরোধ তুলে।