এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুরে বড়সড় বাস দুর্ঘটনা! ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু বাইক আরোহীর

Published on: January 5, 2019 । 7:55 AM

রামজীবনপুরে বড়সড় পথদুর্ঘটনা। দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ বর্ধমানের দিক থেকে আসা হলিদিয়া গামী একটি বাস ও বাইকের মধ্যে রামজীবনপুর এস আই অফিসের ঠিক পিছনেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্থ বাইকেটিতে দুজন ছিল। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয়। বাইকের চালককে গুরুতর জখম অবস্থায় ক্ষীরপাই হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। মৃত ও গুরুতর জখম দুই ব্যক্তিরই বাড়ি রামজীবনপুর এলাকার পাদরায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে হলদিয়া গামী বাসটি(অভিষেক)প্রচন্ড গতিবেগে ছিল।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now