আবার টোটো দুর্ঘটনা,এবার আবার যাত্রীবোঝাই। রধানগর থেকে কুঠিঘাট যাবার পথে যাত্রীসহ এক টোটো রাধানগরের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজলিতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে বিকেল ৪টা নাগাদ। স্থানীয় বাসিন্দা অচিন্ত পাত্র জানান, যাত্রীদের মধ্যে একজন গুরুতর জখম। তাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্য ও ছবি:অচিন্ত পাত্র(রাধানগর)

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








