সৌমেন মিশ্র,দাসপুর: আমাদের গর্ব আমাদের মাতৃভাষা। কিন্তু মা যখন নিরক্ষর! টিপছাপ দিয়ে নিজের সন্তানকে বিদ্যালয়ে দাখিল করান?
আজ বিশ্ব সাক্ষরতা দিবসে সেই মায়েদের কথা ভেবে এগিয়ে এল দাসপুর-১ নম্বর ব্লকের সিঙাঘাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বিদ্যালয় প্রাঙ্গনে নিরক্ষর মায়েদের স্বাক্ষর করতে শেখালো তাদেরই ছেলেমেয়েরা। নিজের হাতে কলম ধরে আপ্লুত মায়েরা।
নিরক্ষর মায়ের ভাষাও মাতৃভাষা। কিন্তু সে ভাষা তখনই গর্বেরসাথে উচ্চারিত হয় যখন সেই মা নিজে সাক্ষর।