নিজস্ব সংবাদদাতা: আজ ১৬ জুলাই সন্ধ্যায় ঘাটাল থানার মনসুকার ধসাচাঁদপুরে পাশের বাড়ির বৌদির সঙ্গে পরকীয়ার ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার ফলে ‘গণআদালতে’ বিচারের পর এভাবেই ‘প্রেমিক-প্রেমিকা’-কে গাছে বেঁধে রাখা হল। গণ ধোলাই দেওয়ার পর অবশ্য তাঁদের বিয়ের ব্যবস্থাও করা হয়। ‘প্রেমিকা’র একটি মেয়ে রয়েছে। স্বামী বাইরে সোনার কাজ করেন। আর ‘প্রেমিক’ অবিবাহিত।