এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভারতী ঘোষের আজকের অবস্থার জন্য দায়ী উনি নিজেই:দেব

Published on: May 12, 2019 । 3:14 PM

১২ মে সকাল থেকেই ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধ সরগরম। ঘাটাল ও কেশপুরে একাধিকবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। ভাঙা হল ভারতী ঘোষের গাড়ি। গাড়ির যথাযথ অনুমতি পত্র না থাকায় বাজেয়াপ্ত করা হয় ভারতী ঘোষের গাড়ি।

গোটা ঘটনায় ভোটের দিনেই অনেকটা ব্যাকফুটে ভারতী ঘোষ। তবে ভারতী ঘোষের আজকের এই হেনস্থার জন্য ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ভারতী ঘোষকেই দায়ী করলেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।