এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় ভর সন্ধ্যায় লরির ধাক্কায় প্রাণ হারালেন নামকরা আলু ব্যবসায়ী

Published on: January 14, 2019 । 3:27 PM

সন্ধ্যায় বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যাক্তির। চন্দ্রকোনার হাসপাতাল মোড়ের একটি প্যাথলজি থেকে রিপোর্ট নিয়ে বাইকে বাড়ি ফেরার পথে গাজীপুর মোড়ে উল্টোদিক থেকে আসা লরির ধাক্কা দেয় ওই বাইক আরোহীকে। গুরুতর জখম ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রকোণা হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

মৃতের নাম প্রনব চট্টোপাধ্যায়(৫৮),বাড়ি চন্দ্রকোণা থানার কমরপুরে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন প্রণববাবু।
ঘাটক লরিটিকে পুলিস আটক করেছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now