সকাল সকাল গাছের গুঁড়ি বোঝাই মেশিন ট্রলি দুর্ঘটনার কবলে। দাসপুর সাহাচক গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুরের ঘটনা।
অনেকে বলে চব্ব গাড়ি কেউ বা বলে মেশিন ট্রলি। মালপত্র আনা নেওয়ার ক্ষেত্রে এই গাড়িই এখন গ্রাম বাংলার ভরসা। তবে এই গাড়ির বা গাড়ি চালকের এবং এই গাড়ি দ্বারা সাধারণ কেউ আহত হলেও নেই বীমা ব্যবস্থা। নেই গাড়ির রেজিস্ট্রেশনও। গাড়িতে মালপত্র বহন লাগামহীন ভাবেই চলে। আজকের এই ঘটনায় স্থানীয়রা বেহাল রাস্তাকে দোষ দিচ্ছেন। অনেকবার রাস্তা সারাইয়ের জন্য বলেছেন এলাকাবাসী কিন্তু কুছপরোয়া নেই প্রশাসনের। তবে গ্রামের অনেকেই অবশ্য অন্য মতও পোষণ করেছেন। তাঁরা গাড়িটির ওভার লোড ও গাড়ির যান্ত্রিক গোলোযোগকেই দায়ি করেছেন।