রবীন্দ্র কর্মকার: শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির ব্যবহারে আরও আধুনিক করে তোলার চেষ্টায় উদয়প্যাড (UdayPad) নামে একটি সম্পূর্ণ নতুন মোবাইল অ্যাপ বাজারে আনলো ঘাটাল মহকুমার দাসপুর এলাকার চার যুবক কার্তিক মিশ্র, সঙ্গত ঘোষ, শীর্ষেন্দু মাইতি ও সপ্তর্ষি কাপাস। তথাকথিত বই, খাতা বা টিউশনের বাইরে এটি একটি অনলাইন পড়াশুনার মাধ্যম। এই অ্যাপের সাহায্যে পঞ্চম থেকে দশম শ্রেণীর যেকোনও ছাত্র তার সিলেবাস অনুযায়ী যেমন পড়াশুনা করতে পারবে তেমনই দিতে পারবে অল ইণ্ডিয়া অনলাইন টেস্ট। সেইসঙ্গে তার সারা ভারতে কত স্থান হলো তাও জানা যাবে এই অ্যাপটির মাধ্যমে। ওই অ্যাপের অন্যতম কর্ণধার কার্তিক মিশ্র বলেন, এটির সাহায্যে পাওয়া যাবে চ্যাপ্টার অনুযায়ী তার প্রোগ্রেস রিপোর্ট। এছাড়াও এতে থাকছে ফোরামের সুবিধে, যেখানে কেউ কোনও প্রশ্ন পোষ্ট করে যেমন উত্তর পেতে পারে, ঠিক তেমনই পাওয়া যাবে অনেক না জানা গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং বলাই বাহুল্য এটি একটি নতুন অনলাইন রেফারেন্স বই। এটি বর্তমানে বিনামুল্যে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের স্টাডি মেটিরিয়ালও পাওয়া যাবে বলে জানানো হয়। বিশদে জানতে খোঁজ করতে পারেন Website : www.udaypad.com অথবা ৮৭৭৭৮৬৩৫৯৯ এই নাম্বারে।