এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পাতা না নড়লেও মাথা নড়ে,ঘাটালে দেবের এসি যাত্রী প্রতীক্ষালয়ে জল পড়ে

Published on: September 7, 2018 । 8:55 AM

ব্যস্ত শহর ঘাটালে ঢোকার মুখেই মুশলধারে বৃষ্টি। পথচলতি থেকে বাইক আরোহী জনাদশেক মানুষ হুড়মুড়িয়ে মাথা বাঁচাতা ঠাঁই নিল ঘাটাল হাসপাতাল মোড়ে ঘাটালের সাংসদ দেবের সাংসদ তহবিলের টাকায় নির্মিত বাতানুকূল যাত্রীপ্রতীক্ষালয়ে।
একি? প্রতীক্ষালয়ের মধ্যেই কয়েকজন ছাতামাথায় যে! তা দেখে অনেকেই হাসাহাসি করল। কিন্তু হঠাৎ তাদের হাসি ম্লান হল।

ক্রমে তারা বুঝল প্রতীক্ষালয়ের মধ্যে থেকেও তারা ভিজছে। মুহুর্তের মধ্যে তারাই ঘুরে ওদের হাসির খোরাক। বাইরে বৃষ্টি এলে ঘাটালের এই আধুনিক প্রতীক্ষালয়েও জল পড়ে। লজ্জাজনক এই ঘটনার প্রমাণ এই ভিডিও। রক্ষনাবেক্ষনের অভাবে ঘাটালের এই বাতানুকূল প্রতীক্ষালয় বছর ঘুরতে না ঘুরতেই অকেজো। আগস্ট মাসে দেব আসার খবরে তড়িঘড়ি রাতভর কাজকরে তাকে ঠিকঠাক করা হলেও মাথা বাঁচাতে ব্যর্থ সাংসদ দেবের সাধের বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now