পাকিস্থানকে একেবারে মুছে দেওয়া হোক-দাসপুর জুড়ে ভারতে জঙ্গিহানার প্রতিবাদ তুঙ্গে, রাস্তায় কচিকাঁচারাও
বৃহস্পতিবার কাশ্মীর পুলওয়ামাতে জঙ্গি হানায় আমাদের দেশের ৪২ জনের বেশি জওয়ান প্রাণ হারিয়েছে। স্বাধীনোত্তর ভারতে এই প্রথম এত পরিমানে সেনার জঙ্গি হানায় প্রাণ গেল।
এই জঙ্গিহানায় সরাসরি পাকিস্থানের যোগসাজশের প্রমাণ মিলেছে। জানাগেছে, বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়ে সিআরপিএফ জওয়ানদেরকে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
এই নিন্দনীয় জঙ্গি হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। ঘাটাল মহকুমা জুড়ে স্কুলে,ক্লাবে, অফিসে, পাড়ায় সর্বত্রই চলছে প্রতিবাদ মিছিল এবং শহীদ জওয়ানদের প্রতি শদ্ধা জ্ঞাপন।
দাসপুরে বিভিন্ন গ্রামের কচিকাঁচা খুদে পড়ুয়া থেকে দাসপুরের আপামর সাধারণ মানুষ সবাই সামিল মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলে।
আজ সকালে দাসপুরের নাড়াজোলে এই হামলার প্রতিবাদে পাকিস্থানের কুশপুত্তলি পুড়িয়ে পাকিস্থানকে আর কোনো মতেই ছেড়ে না দেওয়ার দাবি জানাল এলাকাবাসী।