এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নেতাজীর স্মৃতি বিজড়িত নাড়াজোল রাজবাড়িতে প্রতিষ্ঠিত হল নেতাজীর পূর্ণাঙ্গ মূর্তি

Published on: January 23, 2019 । 10:19 PM

দাসপুর নাড়াজোলের রাজবাড়ির সাথে স্মৃতি জড়িয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর। ১৯৩৮ সালের ১৮ মে দেশপ্রেমিক নেতাজি নিজে উপস্থিত হয়েছিলেন নাড়াজোল রাজবাড়ির প্রাঙ্গণে।

নাড়াজোল খান রাজাদের এক বংশধর সন্দীপ খান জানান তৎকালীন ব্রিটিশ রাজের উচ্ছেদে মেদিনীপুরের এই রাজ পরিবার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন। রাজপ্রাসাদের মধ্যেই তৈরি ছিল গোপন কুঠি। সেখান থেকেই বিপ্লবীরা বৈপ্লবিক কার্যক্রম চালাতেন। সেই বিপ্লবীদের উদ্বুদ্ধ করতেই নেতাজী সয়ং হাজির হয়েছিলেন রাজদরবারে।

নেতাজির সেই স্মৃতি ধরে রাখিতেই আজ নেতাজির ১২৩ তম জন্মদিবসে তাঁর পূর্ণায়ব মুর্তির শুভ উদ্বোধন হল। আজ সেই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যাঁরা মধ্যমণি ছিলেন তাঁরা হলেন রাধাকৃষ্ণ কর্মকার ও সুধীর চন্দ্র দাস। তখনকার দিনে তাঁরা নেতাজির বৈপ্লবিক কার্যকলাপে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। একশ ছুঁই ছুঁই দুই স্বাধীনতা সংগ্রামীকে কাছে পেয়ে এলাকাবাসী আপ্লুত। তাঁদের একটু ছোঁয়া,একটু সান্নিধ্য পেতে সবাই ছিল ভীষণ উদগ্রীব।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা