এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

‘দিদি No1’-এর ‘No1 দিদি’ ঘাটালের দিপালী সামন্ত

Published on: December 19, 2018 । 2:38 PM

রবিবার ছিল অডিশন। সেখানেইবাজি মাত করে দিয়েছিলেন ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা দিপালী সামন্ত। তাই তাঁকে আরদ্বিতীয় অডিশনে ডাকা হয়নি। মঙ্গলবার ফোনেই তাঁর ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউতে সন্তুষ্টহয়ে আজ ১৯ ডিসেম্বর রাজারহাট স্টুডিওতে তাঁকে ডাকা হয়।  সঙ্গে স্বামীকেও নিয়ে যেতে বলা হয়। আজ বেলা ৩টা থেকে৭টা পর্যন্ত শ্যুটিং চলে।  দিপালীদেবী ঘাটালেরমুখ রাখলেন।  শো-এর প্রতিযোগিতায় প্রথম হয়ে‘দিদি No1’ হয়েছেন। প্রচুর উপহারও পেয়েছেন। সেগুলি আজই তাঁকে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত দিপালীদেবীর স্বামীসরোজ সামন্ত কুশপাতা সবিতা নার্সিং হোমের মালিক। স্বামীকে সহযোগিতা করে কী ভাবে  বর্তমান জায়গায় পৌঁছালেন সেটাই ছিল দিপালীদেবীর‘নিজের সম্বন্ধে বলা গল্প’। তাতেই বাজি মাত। ♦দৃশ্যটি রবিবার দেখানো হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now