সৌমেন মিশ্র,দাসপুর:ঘাটাল পাঁশকুড়া সড়কের বকুলতলার কাছে ডিসিএম ও পণ্যবাহী লরের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বড়সড় পথ দুর্ঘটনা ঘটল।
দাসপুর পুলিস সূত্রে জানা গেছে আজ বিকেল সাড়েতিনটা নাগাদ ঘাটালের দিকথেকে আসা ডিসিএম ও পাঁশকুড়ার দিক থেকে আসা একটি পণ্যবোঝাই লরির মধ্যে বকুলতলার কিছু দূরেই এই দুর্ঘটনা ঘটে। ডিসিএমের চালকের ভুলেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় মানুষ।এই দুর্ঘটনায় পথচলতি মানুষ কেউ জখম না হলেও লরির চালক যথেষ্ট জখম হয়েছেন বলে জানাগেছে।