কয়েক দিন হল দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জে রূপনারায়ণ নদের বাঁধে বেশ একটি বড় আকারের ধস দেখা দিয়েছে। সেই সঙ্গে নদী বাঁধটি আড়াআড়ি ভাবে ফাটলও দেখা
দিয়েছে। এনিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, অনেক সময় নদীর জল কমে গেলে বাঁধ সংলগ্ন এলাকায় ধস নামে। তা নিয়ে উদ্বেগে থাকার কারণ নেই।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









