নিজস্ব সংবাদদাতা: শুধু চুরি নয়, চুরির পরে স্কুলের মধ্যে মলত্যাগ করে নোংরা করে দিয়ে গেল দুষ্কৃতীরা। আজ ২৭ এপ্রিল সকালে এমন কদর্য দৃশ্য দেখা গেল দাসপুর থানার গৌরা এলাকার সোনামুই দুর্গাপুর গোপীনাথ প্রাথমিক বিদ্যালয়ে।
ওই স্কুলের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মান্না বলেন, স্কুলে নোংরা করে দেওয়ার ফলে স্কুল পড়ুয়ারা রুমে বসে ক্লাস করতে পারেনি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









