নদী থেকে বালি তোলা নিয়ে উত্তেজনা চরমে, সামাল দিতে হাজির দাসপুর পুলিস। ঘটনা দাসপুর থানার গোকুলনগর গ্রামের। গ্রামবাসীরা কী বললেন দেখুন,
এই একই অভিযোগে দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার যদুপুরে কাঁসাই নদী থেকে বালি তোলা বন্ধ করেছে এলাকাবাসী। প্রসঙ্গত দাসপুর জুড়ে কংসাবতী নদী বক্ষ থেকে দীর্ঘ দিন ধরেই চলছে অবৈধ বালি পাচার। তবুও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এখন দেখার গ্রামবাসীদের তৎপরতায় বন্ধ করা সম্ভব হয় কিনা অবৈধ বালি পাচার।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)








