এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাইক দুর্ঘটনায় মৃত ও আহত দুজনেরই পরিচয় জানা গেলেও ঘাতক গাড়িটিকে কি আটক করা সম্ভব হল?

Published on: January 17, 2019 । 12:38 PM

দাসপুরে অজ্ঞাত বড় গাড়ির হিট এন্ড রানের ঘটনায় মৃত এক আশঙ্কাজনক অবস্থায় এক। মৃত ও আহত দুই ব্যক্তির পরিচয় মিলেছে।

আরও পড়ুন ঘাটাল পাঁশকুড়া সড়কে পথদুর্ঘটনা! মৃত ১ গুরুতর জখম ১

উভয়েই পূর্ব মেদিনীপুর জেলার। মৃত বাইক আরোহীর নাম দীপক ঘোড়া(৪৫)। কোলাঘাট বৈষ্ণবচক এলাকার কানাইচক গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। দীপকবাবু পেশায় কৃষক ছিলেন বলে জানা গেছে। অপর জন যাকে গুরুতর অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি তাঁর নাম বসুধাম সাঁতরা(৫০)। তাঁর বাড়ি কোলাঘাটা থানার পাকুড়িয়া গ্রামে।

দাসপুর পুলিস এক ডিসিএম কে আটক করেছে। জানাগেছে ডিসিএমটির নাম্বার WB 29 8138। দ্রুত গতি ও ড্রাইভারের অসংলগ্ন কথার জেরেই সন্দেহ করা হচ্ছে ওই ডিসিএমই ঘাতক হতে পারে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭