এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পুজো মন্ডপ উদ্বোধন করলেন অভিনেতা দেব

Published on: October 10, 2018 । 6:40 PM

দাসপুরের উত্তরবাড় পঞ্চাননতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো মন্ডপ উদ্ধোধন করল ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব)৷ ওই পুজোটি এবার ৩৫ বছরে পদার্পন করলো৷ অল্প বাজেটের পুজো হলেও ওই পুজোকে ঘিরে উৎসাহ থাকে আশে পাশের চার পাঁচটি গ্রামের৷ আজ মন্ডপ উদ্বোধনের খবর আগাম প্রচার হাওয়ায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো৷

উল্লেখ্য, আজই দাসপুরের ওই মন্ডপটি ছাড়াও ঘাটাল শহরের কয়েকটি মন্ডপ উদ্ধোধন করবেন৷

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।