এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত চোর

Published on: July 16, 2019 । 11:20 PM

নিজস্ব সংবাদদাতা:আজ ১৬ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ একটি ট্রলি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। দাসপুর থানার বেলিয়াঘাটা দুবরাজপুরে চুরির ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান,আজ ওই দুষ্কৃতী আদিবাসী পাড়া থেকে একটা ট্রলিকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। দেখতে পেয়ে চিৎকার করা হয়। প্রতিবেশীরা ­জড়ো হয়ে দুষ্কৃতীকে ধরে ফেলে গণ পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাদেক আলি। বাড়ি দুবরাজপুরের পাশের গ্রাম শ্রীরামনগরে। এর আগেও সাদেকের নামে বহু চুরির অভিযোগ রয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177