তৃপ্তি পাল কর্মকার: দাসপুর থানার ভূঁঞ্যাড়া গ্ৰামে কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে চুরি। গ্ৰামবাসীরা জানাচ্ছেন, মন্দিরের দুটি প্রণামি বাক্সে থাকা বেশ কয়েক হাজার টাকা এবং কৃষ্ণের রুপোর বাঁশি সহ জিনিসপত্র চুরি গিয়েছে।
মন্দিরা মাজি
•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015










