এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ইন্টার স্কুল খো খো খেলায় ব্যাপক সাড়া

Published on: March 29, 2019 । 11:20 PM

সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করল দাসপুর ১ নম্বর ব্লকের ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশান। এই উপলক্ষে দাসপুরের তিয়রবেড়িয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল দাসপুর-১ ব্লক ইন্টার স্কুল খো খো প্রতিযোগিতা। দাসপুরের বিধায়ক মমতা ভুঁঞ্যা,দাসপুর ১ নম্বর ব্লকের সভাপতি সুনীল ভৌমিকের উপস্থিতিতে ২৯ মার্চ সকালে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়।
এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ব্লকের বিদ্যালয় থেকে মোট ২৬ টি দল অংশ নেয় বলে জানা যায়।
তিয়ড় বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বলেন,

অনুর্ধ্ব ১৭ গার্লস ও বয়েস উভয় ইভেন্টেই চ্যাম্পিয়ন হয় নন্দনপুর হাইস্কুল। অন্যদিকে অনূর্ধ্ব ১৪ ও ১২ ইভেন্টের গার্লস ও বয়েজ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় কলোড়া হাইস্কুল। আয়োজক তিয়ড়বেড়িয়া হাইস্কুল অনূর্ধ্ব ১৪ ইভেন্টের বয়েজ ও অনূর্ধ্ব ১২ ইভেন্টের গার্লস বিভাগে রানার্স হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now