এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সুলতাননগর প্রাথমিক স্কুলে পড়ুয়াদের সাংবাদিকতার পাঠ দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকা

Published on: July 16, 2019 । 9:34 PM

রবীন্দ্র কর্মকার: খুদে স্কুল পড়ুয়ারাই এখন সাংবাদিক। পঠন পাঠনের সাথে সাথে দাসপুরের সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা প্রতিদিন মহানন্দে সংবাদ পাঠ করছে। এই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের গতানুগতিকতার বাইরের এমনই মজাদার প্রয়াসে খুবই খুশি এই খুদে পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। আর এই সংবাদ পাঠে উৎসাহ দিতে শিক্ষকরা পড়ুয়াদের প্রতিদিন স্থানীয় বা জাতীয়, আন্তর্জাতিক যে কোনও খবর লিখে প্রার্থনার সময় তা নিয়মিত পাঠ করাচ্ছেন। শুধু তাই নয়, আজ ১৬ জুলাই স্কুলের দেওয়ালে লাগানো হল স্কুলেরই নানান খবরের কোলাজ। নাম দেওয়া হয়েছে ‘আমাদের খবর’। যার খবর সুন্দর হবে সেটি স্থান পাবে ওই কোলাজের মধ্যে। এটি উদ্বোধন করতে আমন্ত্রণ করা হয়েছিল সত্যিকারের সাংবাদিকদের। খুব কাছ থেকে সাংবাদিকদের দেখে ও তাদের কথা আগ্রহের সাথে ছাত্র ছাত্রীরা শোনে।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি অনুমোদন পায় ১৯৬৭ সালে। বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা ১৩১। গতানুগতিক পঠন পাঠনের বাইরে বেরিয়ে কিছু নতুন করার প্রয়াস বরাবরই দেখিয়েছে স্কুলটি। ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে উৎসাহী করতে স্কুলের শিক্ষকরা বরাবরই আগ্রহী। তাই এই স্কুলের পড়ুয়া সংখ্যা প্রতিবছরই প্রায় দেড়শোর কাছাকাছি থাকে। প্রত্যেক ছাত্রছাত্রীকে শেখানো হয় নিয়ম শৃঙ্খলা। সাথে শেখানো হয় অতিরিক্ত নতুন কিছু। যার উদাহরণ হিসেবে আজকের এই সংবাদ পাঠের ব্যাপারটিকে বলা যেতে পারে। আর এই সব কারণের জন্যই ঘাটাল মহকুমায় হাতে গোণা প্রথম শ্রেণীর কয়েকটি স্কুলের এই সুলতাননগর স্কুলটিও পড়ে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা