প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে ‘খ’ বিভাগে জেলার সেরা হয়ে রাজ্যে লড়াই করতে গিয়েছিল দাসপুরের মৌসুমী সিংহ। মৌসুমী দাসপুর-১ ব্লকের বাছরাকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী । মৌসুমী রাজ্যস্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। ঘাটাল মহকুমা থেকে মোট তিন জন রাজ্য স্তরে প্রতিযোগিতায় গেলেও একমাত্র মৌসুমী এই মহকুমার মান রেখেছে। •ছবি ও তথ্য সোমেশ চক্রবর্তী।