তৃপ্তি পাল কর্মকার: পশ্চিমমেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ১২জানুয়ারি গোমকপতা হাইস্কুলে ন্যাশন্যাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম হল। ক্লাস এইট, নাইন,টেনের দেড়শো ছেলেদের তামাকের অপকারিতা, কুফল সম্পর্কে সচেতন করা হয়। ডেঙ্গু সম্পর্কেও আলোচনা করা হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই, প্রায় দেড়ঘন্টার এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক: দুই ডাঃ রবীন্দ্রনাথ প্রধান, চন্দ্রকোণা ব্লকের ফুড সেফটি অফিসার দেবারতী পোদ্দার।