লুকিয়ে রাতের অন্ধকারে প্রেমিকার বাড়িতে প্রেম করতে এসে পাড়া প্রতিবেশীদের হাতে ধরা পড়ে প্রেমিকার সাথে প্রমিকের বিয়ে দিল গ্রামবাসীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার আড়খানা গ্রামের দোলই পরিবারে। পরিবারের ভাগ্নির সাথে সম্ভবত কোলকাতা টালিগঞ্জ এলাকার এক যুবকের প্রণয় ছিল।
পরিবার সূত্রে জানা যায় ওই যুবকের সাথে তাদের ভাগ্নি সাঁতরাগাছির কোনো এক সংস্থার অফিসে কাজ করত। আড়খানার মামা বাড়িতে দীর্ঘ দিন ধরে যাতায়াত ছিল ওই যুবকের। রাতভিরেতে পাড়ার মধ্যে অপরিচিত যুবকের সাথে পাড়ার মেয়ের সম্পর্ক,যুবকটিকে বিয়ের প্রস্তাব দিলে কিছুদিনের জন্য যাতায়াত বন্ধ করে যুবক। প্রতিবেশীরা জানায় ওইরাতে আবার যুবকটির দেখা মিললে মেয়ের অনুমতি নিয়েই তারা ওই প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দেয়। এই বিয়েতে ওই যুবকেরও অভিযোগ ছিলনা বলে জানান গ্রামবাসীরা।